এখন পড়ছেন
খবর

সরকারকে ফেরাউনের পরিণতি ভোগ করতে হবে

‘ইসলামপ্রিয় জনতার দাবি মানতে ব্যর্থ হলে সরকারকে ফেরাউনের পরিণতি ভোগ করতে হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা।

তারা বলেন, ইসলামপ্রিয় জনতার ১৩ দফা দাবি নিয়ে খেল-তামাশা করা যাবে না। দলমত নির্বিশেষে সারাদেশের ইমানদার জনতা দাবি আদায়ে যেভাবে মাঠে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত  ঘরে ফিরবে না। হামলা-মামলা ভয়ভীতি না দেখিয়ে সমাধানের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে। এতে ব্যর্থ হলে সরকারকে ফেরাউনের পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর লালবাগে ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে নেতারা আরও বলেন, বর্তমান সরকার দেশকে দোজখে পরিণত করেছে। ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিকে খতম করার লক্ষ্যে সারা দেশে গণহারে আলেম উলামা ও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করছে।

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে নেতারা বলেন, মাহমুদুর রহমানের মতো একজন নির্ভীক সাহসী সম্পাদককে গ্রেপ্তার করে দিনের পর দিন রিমান্ডে নিয়ে মুত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

১৩ দফা দাবি মেনে না নিয়ে সরকারের ছত্রছায়ায় একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও বৈঠকে মন্তব্য করা হয়।

ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮দলীয় জোট নেতৃবৃন্দের গ্রেপ্তার ও সারা দেশে সরকারি নৈরাজ্যের প্রতিবাদে ১৮ দলীয় জোট আহুত ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন শান্তিপূর্ণ হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, অধ্যাপক মাওলানা আবদুল করীম, সহকারী মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, অর্থ সচিব মাওলানা জসিম উদ্দীন, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজাতুল্লাহ, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, নির্বাহী সদস্য মাওলানা ফারুক আহমদ প্রমুখ।

আলোচনা

কোন মন্তব্য নেই এখনও

এখানে আপনার মন্তব্য রেখে যান

হেফাজতে ইসলামের খবর

https://banglargangai.wordpress.com/wp-admin/widgets.php#available-widgets

ফরহাদ মজহারের কলাম

Join 250 other subscribers